এক দিন পোষা পাখি উড়ে যাবে ভুলিয়া আমায়
আছি পরে পাখির মায়ায় পাখি নাহি আপন হয়
লুকা লো গিয়ে দূর গগনে দেখা যায় না দুই নয়নে
কোথায় খুঁজি পাখিটির শূন্য খাঁচা থাকবে পরে


পাখি যদি হইতো আপন রাখতাম তারে করে যতন
দিতাম তারে মায়ার বেড়ি রাঙ্গা দুটি পায়ে আমি রাঙ্গা
ভুলিয়া সব মায়ার বন্ধন এখন অভিসারে করে ক্রন্দন
থাকতে চায় পাখি আপন ঘরে চুপি সারে বসে নিরালায়


এই বুকটা ছিন্ন করে পাখি রে কেন যাবি আমায় ছেড়ে
বনের পাখি চির মুক্তি চায় বুঝে না কথা কেউতো হায়
সাধন বিনা সিদ্ধি হয় না মুক্তির পথ রইলো কোথায় এ
জীবন বলে যাবার কালে সঙ্গে নিয়ো যদি দয়া হয়/মনে লয়  


গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল :২৭.০৮.২০২১


https://legalstudy24.com/bangladesh-bar-council-exam-preparation-limitation-act-mcq-practices/


https://bangla.lawrato.com


http://www.pleaderdiary.com/barexam/rmainpage.php


https://lawstudybd.com/exam-preparation/evidence-act-1872/evidence-part3/