তোমার মনের ঘরে কে বসত করে নন্দিনী
শুনতে কি পাও তার কণ্ঠের ধ্বনি চুপি সারে
বলো না তুমি সে কি হিয়ার মাঝে বসত করে
প্রিয়তমা বুঝতে পার কি তার হৃদয়ের স্পন্দন


নীরবে নিভৃতে চুপিসারে তুমি মনটা করলে চুরি
মন হারিয়ে হয়ে গেছি তোমার জন্য আজ ফেরারি
বুকের জমিনে লিখেছি নাম রেখেছে অন্তর মাঝে
কেউ জানে না সে কথা বুঝে নিও তুমি মৌন নীরবতা


চোখের ভাষায় মনের কথা হয় সাথী কেন তুমি বুঝ না
সব কথার ভাষা মুখে হয় না কিছু কিছু থেকে অজানা
হাজার লোকের মাঝে চিনে নিও আমাকে কভু ভুলনা না
তোমার সাথে আজীবন বাধা রবো কখনও বাঁধন খুলবে না


গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১১।০৯।২০২১