কত কথা দিবা নিশি বন্ধু লোকে বলে মোরে এ
লোকের কথায় আমি কি ভুলে যাবো তোরে ২য়
মনে জানে প্রাণে জানে রে বন্ধু কত ভালোবাসি
তোর লাগিয়া দিবা নিশি আঁখি জলে ভাসি ২য়


লোকে কত মন্দ বলেরে বন্ধু ভালোবাসি বলে ২য়


এই জীবনে হলো নাতো বান্দা সুখের ঘর
আপন না করিয়া আমায় করলি শুধু পর ২য়
রোজ নিশিতে আকাশেতে দেখি চন্দ্র তারা
তুমি হীনা আমার জীবন হলো দিশা হারা  এ ২য়


লোকে কত মন্দ বলেরে বন্ধু ভালোবাসি বলে ২য়


আষাঢ়ে শ্রাবণে মরা গাঙ্গে আসে নয়া পানি রে
দুকূলে তার রঙ্গে দোলে প্রেমের নৌকা খানি ২য়
বকুল জুঁই কদম বেলি আপন হাতে সাজাই ডালি
পরাবো মালা বন্ধুর গলে সকল ব্যথা যাব ভুলি ২য়


লোকে কত মন্দ বলেরে বন্ধু ভালোবাসি বলে ২য়


গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
রচনা কাল :৩০.০৬.২০১৮ রাত্র ১ ঘটিকা।