আমার আমার করো রে মোর মন মন
আমিত্ব ছাড় মন তুই আমিত্ব ছাড়
তুমি কোথায় গিয়ে থাকবে পরে রে এ
সে কথা কি ভবে এক বার চিন্তা করো


কার ইশারায় আইছো এই ভবের মায়ায়
তাকে ভুলে ডুবে আছো রঙ্গের খেলায় এ
জগত সংসার সকল মিছে মায়ার ফাঁকি
বলো কেউ না সঙ্গী হবে মুদিবে দুই আঁখি


রঙ মহলের বালাখানা দেখতে বড়ই চমৎকার
এই দু নয়নে যা দেখো ভাবো সকলি তোমার
তুমি হইলে পাহারা দার কেন বলো সবি তোমার
জীবন বলে লইলি না মালিকের খবর সকলি তার


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৬.০৯.২০২১



ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব


ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবঃ


(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)


১। মুনাফাঃ মেয়াদান্তে (৩ বছর) মুনাফা ১১.২৮%।


তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার ১ (এক) বছরের জন্য ১০.২০%, ২ (দুই) বছরের জন্য ১০.৭০% এবং ৩ (তিন) বছরের জন্য ১১.২৮%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সে ক্ষেত্রে ১ম বছরে ৯.০০%, ২য় বছরে ৯.৫০% এবং ৩য় বছরে ১০.০০% হারে মুনাফা প্রদেয়।


২। যারা বিনিয়োগ করতে পারবেনঃ (ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক।


(খ) নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।


৩। বিনিয়োগের ঊর্ধ্বসীমাঃ   একক হিসেবে ১০ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা।


৪। অন্যান্য সুবিধাঃ    


(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারেন;


(খ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;


(গ) স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যায়।