গীতা কবিতা : কত ঘুম ঘুমাও তুমি
জামাল উদ্দিন জীবন


কত ঘুম ঘুমাও তুমি বিনয় করে ডাকি আমি
একবার তুমি দাও না সাড়া ২য়
ঘুম হতে জাগিয়া বন্ধু ঘুম হতে উঠিয়া
ও প্রাণ প্রিয়ারে আমার বন্ধু দর দিয়া ২য়


শেষ ঘুমে ঘুমাইয়াছে নাকি শেষ ঘুমে
আমায় একা রাখিয়া ও বন্ধু নিঠুরিয়া ২য়


তুমি আমি ছিলাম দুজন জগতের বন্ধন
তুমি হীনা আমার জীবন অশ্রু ভিজা ক্রন্দন ২য়
সইবো কেমনে এতো ব্যথা দরদিয়া রে সইবো
দেখলা নাগো আসিয়রে দেখ লা নাতো আসিয়া ২য়


দিবা নিশি অবুঝ মনে তোমার কথাই কয়
কত সুখে আছো তুমি ভুলিয়া আমায় রে ২য়
রক্ত ক্ষরণ হৃদয় মাঝে নামে তবু সুখ জাগে
কবে বন্ধু আসবে ফিরে দাও নাগো বলিয়া ২য়


কবি জীবন বলে তোমার মত অমনি করে
আমি যদি ঘুমাই পরে এই জগত ছাড়িয়া ২য়
ফিরে এসে পাবে না দেখা এক বারের লাগিয়া
ও প্রাণের প্রিয়ারে আমার বন্ধু দর দিয়া ২য়
রচনাকাল : ২০।০৫।২০২২