গীতি কবিতা কখন জানি প্রাণ পাখিটা
জামাল উদ্দিন জীবন


আমার প্রাপ্ত সময় চলে গেছে
এখনতো গায়ের জোর কমেছে
সর্বদা দুচোখে আধার দেখিরে
বসে বসে আমি দিবসে রাতে।


কখন জানি প্রাণ পাখিটা
ছেড়ে যাবে আমাকে বলো


আপন জনা ছেড়ে গেছে আসেনি
ফিরে রাখবে আমাকে নতুন ঘরে
সাথী ছাড়া ঘর চারিদিকে অন্ধকার
একাই থাকবে পড়ে কেউ নাই সাথে।


সাধের এই মানব ঘর করে হাহা কার
সাধের বালা খানা মোহ মায়ার কারবার
ধন সম্পদের বাহাদুরি থাকল জমিদারি
মানুষ অহংকার গরিমা ছিল কি দরকার।


আমার আমার করিয়া রইলে রঙ রসে মজিয়া
খেলছ কিসের খেলারে মানুষ সকল ভুলিয়া
লেখক জীবন করে হায় হায় বেলাতো বেশি নাই
ভবের কামাই কি দেখাব আয়ু বেলা পরছে ডলিয়া।