গীতি কবিতা দুই আঁখিতে অশ্রু ঝড়ে
জামাল উদ্দিন জীবন


দুই আঁখিতে অশ্রু ঝড়ে
ভিজে না আমার নয়ন গো
ছিঁড়ে গেছে সকল বাঁধন      
আর দেখি না মায়া স্বপন।

মিথ্যে আসায় ভালোবাসায়
ভুলাইয়া আমায় বন্ধু তুমি
সখি একা করে চলে গেছো
জগত মাঝে প্রাণে বাঁচা দায়।


খুঁজতে গিয়ে সুখ শুধু দুঃখ পাই
আমার মাঝে এখন আমিতো নাই
তারে চেয়ে দুখ পাই ভাগ্যের লিখন
জীবন বলে মিথ্যে সবি মিলন বন্ধন।
রচনাকাল : ২০/;০৮/২০২২