গীতি কবিতা দুখে গড়া মায়ার সংসার আমার দুঃখের কারবার
জামাল উদ্দিন জীবন


দুখে গড়া মায়ার সংসার আমার দুঃখের কারবার
সুখের লাগি পরাণ কান্দে জীবনে সুখের হাহাকার ২য়
সুখ হইলো এই জীবনে অধরা অচিন পাখি গো
দমে দমে সুরে সুরে দুঃখের কাছে ডাকি আমি ২য়


কাঁদাও যত কাঁদবে ততো দুঃখ নাইরে আমার  
সুখ লিখে নাই এই কপালে তাই দুঃখ পাবার ২য়
সুখ থাকিলে জনম কেন বিধি দুখেতে কাটাই
ভাগ্য লিপি লেখার কালেরে কলমে কালি নাই ২য়


হিয়ার মাঝে দুখ দিয়া গড়েছো সুখের বাসর
এক নিমেষে আপন মানুষ কইরা দিলে পর ২য়
থাকো বন্ধু মহা সুখে ভুলিয়া মধুর পিরিতি  
আমি না হয় বুক ভাসাবো রেখে সকল স্মৃতি ২য়
রচনাকালঃ ২২/০৮/২০২২