হারাইয়া ধন তালাশ করো
জামাল উদ্দিন জীবন


হারাইয়া ধন তালাশ করো
চিনলে নারে থাকতে ঘরে
যে ছিলো তোমার প্রদীপ
ছায়া বৃক্ষ শিয়রের উপরে


ওরে ভোলা মন মন রে আমার
থাকতে ঘরে চিনলে নারে তারে


চলে গেলে আর আসবেনা ফিরে
পাবে না খুঁজে ভব এই সংসারে
মানুষ  সে যে থাকে আপনা লয়  
খুঁজতে গেলে কি পাবে কারে ফিরে।


আঁখিতে লাগে মায়া আছে শুধু কায়া
আমার মানব জনম বৃথাই গেলো গো
জীবন বলে আর পাবে না চলে গেছে
অন্ধকারে  ভব লীলা সাংগো করো।
রচনাকাল : ২৯।০৭।২০২২