গীতি কবিতা প্রেম করিয়া ছেড়ে গিয়া রে
জামাল উদ্দিন জীবন


প্রেম করিয়া ছেড়ে গিয়া রে
ওরে বন্ধু করিলে ছলনা ২য়
অবুঝ মনকে যত বুঝাই
মন মোর প্রবাদ মানে না ২য়


বুকের মাঝে দারুণ জ্বালা
কাউকে বুঝাইতে পারি না ২য়
জল ঢালিলে দ্বীগুন জলে
নিভে না হৃদয়ের যাতনা ২য়


প্রেমের মরা এমন মরাগো
বন্ধু সে পানি তেও ডুবে না ২য়
ওরে জিয়ান্তে মরে থাকে
বাঁচাতে  নেই আপন জনা ২য়


কবি জীবন ভেবে বলে গো
সখি তোরা উপায় কি বলো না ২য়
কোথায় থাকে প্রাণের বন্ধুয়া
সহচারী বলে দাও আমায় ঠিকানা ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনাকাল : ০৯/০৯/২০২২