গীতি কবিতা : তোমারই হতে এসেছি ধরাতে
জামাল উদ্দিন জীবন


দেখ থেমে থেমে নামছে আজ দেওয়া
মন ছুঁয়ে পুলকিত হয় প্রাণের হিল্লোলে ২য়  
ক্ষণে ক্ষণে তেপান্তরে নাচিছে আলেয়া
রাঙিয়ে দেয় হৃদয় অলেখ্যে নামে কেয়া। ২য়


হৃদয় গহীনে কুসুম কাননে মাল গাঁথি
পড়াবো গলাতে স্বযতনে তুলিয়া রাখি ২য়
মন বীণা তারে উঠেছে প্রেমের ঝঙ্কার
নিশিতে দিবসে সখার সনে মাখা মাখি। ২য়


কি কথা কহিতে চাও মন দ্বার খুলিয়া কও
হবে সহস্র জনম অপেক্ষার অবসান এবার ২য়
তোমারই হতে এসেছি ধরাতে  আঁখিপাতে
বাহু বন্ধনে বেধেছি যতনে দেব না দুরে যেতে। ২য়


চাই প্রিয় তোমায় আরো কাছে তোমার হতে
যেয়ো না কখনও ছেড়ে আমাকে একা জগতে ২য়
দেখ মিলন তরী ভাসিয়ে যায় বরষার পানিতে
হও আগুয়ান সাথী ওগো আজ আপন গৃহে নিতে।২য়
রচনা কাল : ১৩/০৯/২০২২