গীতি কবিতা বাজাও যখন বাঁশি কত ভালো বাসি
জামাল উদ্দিন জীবন


বাজাও যখন বাঁশি কত ভালো বাসি
নিশিতে কদম তলায় বসিয়া বন্ধুরে ২য়
পাগল হইলাম বাঁশির সুর শুনিয়া আমি
প্রাণ বন্ধুরে আমায় ঘরের বাহির করিলা ২য়


অবলার প্রাণ রয়ানা ঘরে বন্ধু প্রেমে মজিয়া
লোক সমাজে হইলাম দুষি পিরিতি করিয়া ২য়
জীবন যৌবন সব দিয়াছি বন্ধুরে থেকো আমার
তুমি হীনা অভাগীর জীবন মরুভূমি হা হা কার।২য়


বাঁশিতে যাদু জানে আমার পরাণ ধরিয়া টানে
লাজ সরমের মাথা খাইয়া বাহির পানে আনে ২য়
হাতে রেখে দুটি হাত দাও গো কথা প্রাণ নাথ
রাঙাবে আমার ভুবন তুমি চির আপন হইয়া। ২য়


সরল মনে দাগ লাগাইয়া করো না কলঙ্কিনী
তোমায় শুধু ভালো বাসি আমি দিয়া অন্তর খানি ২য়
ছোট সুখের আসা তুমি আমার সুন্দর এই ভুবনে
জীবন বলে পাশে রবো দুজন সাথী জীবনে মরণে।২য়
রচনাকাল :২২/০৯/২০২২