গীতি কবিতা ০২
জামাল উদ্দিন জীবন


এই বৃষ্টি ভেজা নিঝুম রাতে
তুমি থাকলে আমার সাথে
হাতে হাত রেখে হারাবো
দূর অজানায় একসাথে (২)
সাথীরে চলোনা হারিয়ে যাই
নীল সমুদ্রের  সুখের ঠিকানায়


দুনয়নে সুখের স্বপ্ন রয়েছে আঁকা
তোকে সাথী করে হলো বিশ্ব দেখা
মনেতে জমা রয়েছে না বলা কথা
চুপিসারে বলো ওগো শুনি নীরবতা(২)
সাথীরে চলোনা যাই হারিয়ে  
নীল সমুদ্রের  সুখের ঠিকানায়  


দুজন দুজনার হয়েছি নেই হারাবার ভয়
শুন বোনা কারো মানা মরণ এলেও জয়
তোমাকে পেয়েছি জীবনের সঙ্গী করে
চিরদিন রেখো বন্ধু তোমারি বাহু ডুরে(২)
সাথীরে চলোনা যাই হারিয়ে
নীল সমুদ্রের  সুখের ঠিকানায়
গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
গান নং # ৪০২
রচনা কাল ০৯.০৮.২০২০