গভীর অরণ্যে ০১
জামাল উদ্দিন জীবন


নিবিড় বন্ধনে বাঁধা দুজনে
আজ হারাই পৃথিবীর অজানা
দূর প্রান্তে নীল সীমানার বুকে
গভীর অরণ্য সাথে হয়ে বন্ধু।


তোমার চলে যাওয়া দেখলাম
নিদারুন অভিমান চাপা কষ্ট
বুকের মাঝে যন্ত্রনার প্রতিচ্ছবি
পলে পলে ক্ষণে ক্ষণে জড়ায়ে ধরে।


সুখের তরে সুখী হতে চেয়ে শুধু
দুঃখটাই পেলাম  আপন করে
এ আমার বিশ্বাসের ঘরে ঢুকে
দাবানলের অনলে পুড়ালে কেন?


ভালোবাসি ভালোবাসি তোমাকে
নিতান্তই অপরাধে ফেলে গেলে
সুখের সমুদ্রে নীল বিষে বিষাক্ত
লবনাক্ত পানি পানের অযোগ্য।


হৃদয় পচন ধরেছে বেশ আগেই
বলিনি শুধু তোমার কষ্ট হবে
জানি আমায় আর ভাবো না
ভুল করে মনেও পড়ে না ।