হলুদের মর্ম পরশে
জামাল উদ্দিন জীবন


এসেছে ফাগুন বনে বনে দেখো
লেগেছে ফাগুন দোলার আগুন
এ অনল দেখা নাহি যায় আঁখিতে
অন্তর পোড়ায় হলুদের মর্ম পরশে।


প্রকৃতি সাজে নব রঙে নতুন করে
বাহারি সাজ অপলক নয়ন মাঝে
হৃদয়ে বাজে নামের মাদল একাকী
পরাণে পরাণ বাঁধা মনে পরে কি?


হলুদ গাদার ফুল সরিষার খেতে
হলুদ শাড়ি অঙ্গে জড়িয়ে আসতে
হলদে চুড়ি গলার মালা কানের দুল
কখনও আনতে হয় না যেন কভু ভুল।


হলদে কুটুম পক্ষী হতো দুজনার সাথী
মধু মালতী ফুটেছে দেখ কেওড়া বনে
যৌবনে পতিত কিশোরী বন্ধুর প্রেমের
টানে গৃহ ছাড়া অপেক্ষারত প্রিয় জনের।


জন্ম জন্মান্তরে বন্ধনে বেঁধেছি তোমারে
একা জগত মাঝে ভুলে রবে কেমন করে
হাজারো জন্ম আসবে ফাগুন পৃথিবীর সর্বত্র
তুমি রবে মোর বাসরে দেখব দিয়ে ত্রিনেত্র।
রচনাকাল : ১৩।০২।২০২২