হামার লাগি পতাকা আনতে ০১
জামাল উদ্দিন জীবন


বিজয় হয়েছে দেশ পেয়েছি পতাকা
ওড়াও বলে মোরা পেলাম স্বাধীনতা
স্বামী গেছে ছেলে গেল হামার ভাই
এবার সকলেই নাকি ফিরলো ঘরে।


আমার লোকদের কোন খবর বলে নাই
এ বিজয় দিয়া কি করম সব হারালাম কেনে?
কেউ ফিরলো না ঘরে দুখের কথা কহি বিহানে
অশ্রু সিক্ত নয়ন দুটি অবিরাম জল ঝরে একাকার।


বুকের মাঝে ব্যথার পাহাড় বুজাই কেমন করে
আনন্দ উল্লাস কর কত আয়োজন সারা দেশ জুড়ে
কেউ কি বলতে পারো খোকা মোর ফিরবে কি ঘরে?
ছোট সোনা মনি কয় দিনই হলো তার বয়স দশ বারো।


বলে মাগো বাজান গেছে হামার লাগি পতাকা আনতে
আমি কি একা একা পথ পানে চেয়ে অপেক্ষা কেন করি?
ফুরসত খুঁজি আমিও বাজানের লাহান যাব চাচার বাড়ি
দুই দিন গেছি পাইনি ধরতে ফাঁকি দিয়ে গেছে চলে মোরে।


আজ ফজরে উঠে তারা তারি ডিঙ্গিতে চড়ে নিলাম তার পিছু
কত দিন হয় বাজান গেছে আসলো না ফিরি কেন করে বল দেরি?
তায় তায় থাকি ফুরসত মিলে না বিছানা ছেড়ে উঠো তুমি তাড় করি
ছেড়া ব্যাগে গামছা লুঙ্গি বগলের তলে করি আমিও দিলামগো পারি।
রচনা : ২৫।১২।২০২১