হামার লাগি পতাকা আনতে ০২
জামাল উদ্দিন জীবন


বন বাদাড় জঙ্গল পার হয়ে আসি নদীর ধারে
ওমা ওখানে কারা বসে আছে অস্ত্র তাক করে
কচুরি পানা মাথায় দিয়ে পুটলির মুড়ি চিঁড়া খই
শক্ত হাতে ধরে আল্লার নামটি স্মরণ করে পারি।


কলা পাতায় ঢাকা শরীর গামছায় মুছে উঠে আসি
তখনও তার পানতা খায় মরিচ পেঁয়াজ ডাল দিয়া
দেখলাম হেথা কত জনা শুয়ে আছে খড় শরীরে দিয়া
আবুল চাচা কয় কিরে মানিক কোথা হতে এলি তুই।


বস বস দেখি ভিজে একা কার তোকে দেখেনি কেউ
বাজান কোথা গেছে বলে বেটা সেতো আছে উত্তর পারা
সেখানে আজ বড় গণ্ড গোল আছে হামরাও যাব একটু
পরে আরো জন কয়েক আসিবে দক্ষিণ পারা হতে রাতে।


কাকু হামারে নিও সাথে দেখবার যামু পতাকা কোথায়
থাকে আমিও আছি তোমাদের দলে ভয় নেই পথ চলতে
বাপু কেনে আলি তুই কি খাবার দেই ভাত নেইতো হাড়িতে
থাক থাক কাকু চুপ করো কারা যেন আসে এদিকে ধীর পায়ে।


কান পেতে শুনো এইতো শুনা যায় বাঁচা তুই লুকিয়ে পর ভুয়ে
আছি ছনের গদায় অস্ত্র তাক করে ভয় করিস না কয় জনে জনে
দেখে মেম্বর পিচাশ লোক পাঠায় আনতে ধরে মুক্তি যোদ্ধা দের
পায়নি কিছু বলে ছিলো অনেকে চলে গেছে আগুন জলে চুলায়।


ভালো করে দেখ চারিপাশে কাউকে কি দেখা যায় না কেউ নেই
চলো ফিরে যাই কোথায় পালাবে রাত্রি কালে আসতে হবে জানায়
অনেকে ছিলো কথা বার্তায় বুজে সামনে বিপদ আছে সেটা বেশ বুঝে
দা নিয়ে বাহিরে এসে বলে পতাকা ছাড়া ফিরে যাব না মায়ের কোলে।