হিয়ার মাঝে ০১
জামাল উদ্দিন জীবন


আমার হিয়ার মাঝে লুক্কায়িত ছিলে সেই
তুমি আজও রয়েছ মনেরই গহীন কোনে
তাকে সর্বদা খুঁজে ফিরি নির্জনে সঙ্গোপনে
আঁখির পলকে ভুলকে ধুলকে দেখি একাকী।


পলে পলে ক্ষণে ক্ষণে তার চিত্র খানা আঁকি
কর্ণ কুহুরে কি শুন বাজে প্রেম মুরলীর ধ্বনি?
মরমে মরমে অনুভূত হয় হৃদয়ের স্পন্দনে বলি
মনের মাঝে অবিরত কথা কয় সেই প্রিয়জন।


প্রতীক্ষায় পথ পানে চেয়ে থাকো অধরে বন্ধু রয়
তোমার অন্তর জুড়ে গড়েছি দেখ প্রেমেরই সিন্ধু
ধীরে ধীরে ভালোবাসা জমেছে মনে হাজার বিন্দু
যত দূরেই থাকো ভুলে ফিরিয়ে নিবো আজ ঘরে।


অভিযোগ অভিমান অভিসারে সকলই থাকতে হয়
তানা হলে বল প্রিয়তম সেই প্রেম কি ধরায় খাঁটি রয়
অশ্রু সিক্ত নয়ন ঝড়ে অবিরাম থাক কেন তুমি দূরে
শুনতে পাও কি তব নামের গীত বাজে প্রাণে সুরে সুরে?
রচনা কালঃ ১৭। ১১।২০২১