হিয়ার মাঝে ০২
জামাল উদ্দিন জীবন


প্রাণের মাঝে বাজে নামের প্রিয় সুর
শুনতে লাগে কানে সাথী কত সুমধুর
আমায় ছেড়ে রয়েছে সে আজ বহু দূর
চোখের আড়ালে মনের গহীনে বসত।


আকুল করে ডাকে কাছে পেতে ব্যাকুল
একাকী থাকা দায় জ্বলা প্রাণে নাহি সয়
প্রিয়তম কেন কর এমন দাও ওগো দর্শন
অপ্রকাশ্য ভালোবাসা পেতে মনে বড় আসা।


পূর্ব গগনে উঠেছে ভোরের সূর্য দেয়গো কিরণ
প্রত্যাশা বড় তোমার মনে বলো হবে কি পূরণ?
অনাবিল সুখ হৃদয়ে হাসে কত স্মৃতি মনে ভাসে
চোখের অলক্ষ্যে দখল করেছো হৃদয়ের সিংহাসন।


ভুলে যেতে চাই যত বার মনে পরে যায় শত বার
চাইলেই কি ভুলে থাকা যায় দিবা নিশি করো খেলা
দেখি আমার মাঝে তোমার অস্তিত্ব সর্বদা বিরাজমান
অবচেতন মন বলে সারাক্ষণ তুমি শুধুই হবে আমার।

তোমার হতে স্বর্গ হতে এসেছি জগত নামের স্টেশনে
কত জনা চায় আমায় শুধু হায় তারা কেউ নাহি জানে
আমি কার কে হবে আমার শুধু ভুল মিথ্যে অভিমান করে
দোষারোপ করে মরে অশ্রু বিসর্জন দিয়ে অহংকারী ভাবে।
রচনা কাল : ২৩/১১।২০২১ সকাল ১০ ঘটিকা ত০ মিনিট।