স্টেশনে থেমেছে গাড়ি ০২
জামাল উদ্দিন জীবন


আসা যাওয়ার মাঝে বেড়েছে দেনা
পরিশোধ করে যেতে হবে পাওনা
মোহ মায়ার ঘর সকলে হইবে পর
থাকবে না কেউ ধরায় সার জনম ভর।


আসিলে যাইতে হবে ভুলে থাকার নয়
সকলেই ভুলে থাকে যেতে রাজি না হয়
দুদিন আগে কি পরে সকলে চলে যাবে
সবার যেতেই হয় থাকার নাইরে উপায়।


স্টেশনে থেমেছে গাড়ি নেই এবার চলমান
মাঝ পথে কিছুটা সময় বিরতি দিয়েছে
এবারের চলা বিরাম হীন নির্দিষ্ট গন্তব্যের
কত শত যাত্রী অবাক তাকিয়ে রায় মুখ পানে।


গন্তব্য একটাই নির্দিষ্ট করা সবাই নাকি জানে
ভয় আতঙ্ক সংশয় মনে নীরব নিস্তব্ধ যাত্রী গন
যেতে চায় না কেউ সুন্দর ধরণী হতে ছেড়ে স্বজন
ওটা নাকি স্থায়ী ঠিকানা থাকবে পরে জনম জনম।