ঝড়ে গেলো প্রেমের মুকুল
জামাল উদ্দিন জীবন


এখন প্রিয়ার দেখা হয়না দু আঁখি পানে
ওগো তুমি আছো কেমন সুন্দর ভুবনে
জানতে চায় অবুঝ এই মন হিয়ার মাঝে
ঝড় উঠেছে বুকে দিবা নিশি হয় রক্ত ক্ষরণ।


যায় না নয়ন মেলে দেখা থাকি একা একা
ভাবি সারাক্ষণ সাথী কাছে এসো পাশে বসো
করে নিও আমায় তোমার চির আপন জন
বিরহ যাতনা প্রাণেতে সহে না করি বলো এখন।


নিঃসঙ্গ ভুবন নিত্য হয় কত আয়োজন বিবর্ণ মন
গন্ধ হীন নাসিকায় তব বাজে নূপুর দু চরণ ছন্দে
পত্র যুগলের ক্রন্দন বিজন বনে পাখিদের গুঞ্জন
থেমে গেছে কুসুম কলির হাসি বন্ধ হৃদয়ের দ্বার।


কর্ণ কুহরে পৌঁছে না তার মনের নীরব বোবা ভাষা
করি আসা পথে পানে চেয়ে থাকি দেখার অপেক্ষায়
যদি সে আসে মোর হৃদয় নাও ভাসে অকূল দরিয়ায়
মোহ মায়ার জ্বলে আবদ্ধ প্রেমের টানে গৃহ ছাড়া একাকী।


নাই পাই তারে অন্তর জুড়ে ব্যথার ঢেউ দোলা দিয়ে যায়
মরমে মরেছি প্রেমেতে ডুবেছি নিষ্ঠুর নিয়তি ভোলায় গতি
জীবন চলার পথ থমকে গেছে কলঙ্ক লাগলো জনে জনে কয়
কেহ না শুধায় দেখে চলে যায় কি ব্যথা বুকে নিয়ে বয়ে বেড়াই।


ভুবন মাঝে নইতো কারো আপন বক্ষ ভাষে দেখ নীরব কান্নায়
সুখের লাগি কান্দোরে মন সুখ হলো সোনার হরিণ যায় না ধরা
প্রেম করিয়া সুখী হতে চাও তোমার জীবন দেখো জীবন্তেই মরা
যা দেখেছি আপন নয়নে ভুলা কি যায় তারে গুরুর বচনে শুধায়।


দরদিয়া মানে না হিয়া তার পানে ছুটে ছুটে বেড়ায় অবুঝ হৃদয়
কি করি হায় ভাবিয়া হই ব্যাকুল হারালো বুঝি জীবনের সব কুল?
অবেলা ঝড়ে গেলো প্রেমের মুকুল হয়নি মালা গাথা বাসি ফুলে
পড়াবে কেমনে বন্ধুর গলাতে নেই পাশে থাকে অজা না পরবাসে।