যত দুঃখ ‍দিতে চাও
জামাল উদ্দিন জীবন


যত দুঃখ ‍দিতে চাও
সবি তুমি আমায় দাও ২য়
যত ব্যথা দিতে চাও বন্ধু
আমায় স্বযতনে দিয়ে যাও ২য়


আমারে কান্দাইয়া বন্ধুরে
জগতে সুখ খুঁজে বেড়াও ২য়


আমি তোমার আপনার আপন
সদয় বুকে রেখে করেছি যতন ২য়
আজ কার প্রাণে প্রাণ মিশাইয়া  
ভুলে থাকো তুমি নিষ্ঠুরের মতন ২য়


আমার দুই নয়নে যেদিন দেখেছি
হৃদয় মাঝে যতনে নামটি লিখেছি ২য়
আমার মন প্রাণ দিয়ে ভালবেসেছি
দূরে থাকে পাষাণ প্রেমের জ্বালা সয়েছি ২য়


মনের দুঃখ ভবেতে বলো বোঝাবো কারে
ওরে বন্ধু আমার ছেড়ে গেছে রে চির তরে ২য়
বিনয় করে ডাকি তরে এক বার আস ফিরে
জীবন বলে রাখবো ধরে প্রিয়া হৃদয় মাজাড়েয়। ২য়
রচনাকাল : ১৭/১০/২০২২