জীবন নদীর বাঁকে ০১
জামাল উদ্দিন জীবন


জীবন নদী প্রবাহিত হয়ে যাচ্ছে
আজ তার নিজের আপন গতিতে
আমি কেন বসে আছি একা একা?
অজানা প্রতীক্ষায় কোন সে অবসরে।


কিসের আসায় কোনো মোহনায় ভেসে
সুন্দর মুহূর্ত ভেবে মনের গহীন কোণে
কবিতার খাতা আজো আছে পড়ে নির্জনে
অবহেলায় অযত্নে রশি রাশি ধূলির স্তূপের মাঝে।


নতুন কোন কাব্য লেখার জন্য আমার অপেক্ষা
বলো কি নিয়ে আবার নতুন করে কাব্য লিখবো?
সব ছন্দ উপমা রং রূপ তুমি সাথে নিয়ে গেছো
আমার জন্য আর নতুন কিছু রেখেছো কি লেখার।

সব নিয়ে গেলে কিছুই দিয়ে গেলে না কেন দিলে না?
বলছো আমার অনেক কিছু আছে নিজের করে রাখার
আজ সম্পদ নয় সম্পত্তি হয়ে সম্পর্কের মাঝে বিরাজ মান
আগামী দিনগুলো চলবে নিজের মতো তাকে সাথে করে।  


সামনে এগিয়ে তোমার চলার পথ এখনও রয়েছে বাঁকি
ভুবন মাঝে খুঁজে নিও সাথী হয়ে আছি তোমার পাশে  
তোমার অন্তরে মনের মাঝে সর্বক্ষণ মিশে রয়েছি
কেন দু আঁখিতে দেখতে পাও না মনের মাঝে নাই।