জীবন নদীর বাঁকে ০২
জামাল উদ্দিন জীবন


একটাই জীবনের বেশি মানে কভু খুঁজো না
জীবনের বাঁকে বাঁকে পরতে পরতে রয়েছে
আজ অজানা অনেক প্রশ্নের উত্তর মিলে না
দেখা অদেখা জানা অজানার মাঝে বন্দি আছি।


এক অদৃশ্য দুর্ভেদ্য দেয়াল খালি চোখে তাকে
দেখা যায় না চলার পথকে থমকে নিরবে নিভৃতে
থেকে যায় চলতে চলতে কখন যে থেমেছি বুঝিনি
একটা শূন্যতা হতাশা নাপাওয়া আমার অন্তর মাঝে।


কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বুঝতে পারছি,জীবনের কাছে হার
মানা চলবে না, চলতে হবে যে অনেকটা পথের ঠিকানা
লক্ষ্যটাকে সামনে রেখেই জীবনের পথটা চলছি আমি
একা সঙ্গী - সাথী সহযাত্রী হারা চলতে হবে বাকি পথ।


আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে সাথী হারা হলে ভুবনে
জীবনতো একটাই বাঁকের পরতে থাকনা কিছু সাথী
হারা স্মৃতি অতীব যত্নে লালন করেছি বুকের মাঝে
ভুল সঠিক বিচার করার দায়িত্বভার তোমাদের হাতে।


তোমাদের মত বিচারকের আসনে বসতে পারিনি
পরিশুদ্ধ বিচার কর্ম খানি করা তোমাদের কাজ
যত্ন সহকারে অলংকৃত করেছো অসনখানি ধরায়
আমি শুধু কর্মটাই করছি জীবন নদীর বাঁকে বসে।