রাঙ্গা সে চরণ
জামাল উদ্দিন জীবন


অর্থের  বিনিময়ে কি সুখ কে কেনা যায় প্রশ্নটা?
তোমার তরে রেখে গেলাম গভীরে ভেবে দেখো?
তুমি মর্মঅর্থ ব্যথা কোনটাই অবলোকন করবেনা
পাষানে ভরা মন হৃদয় নামক বস্তুটি ভিতরে নেই।


বাস্তবতায় নয় রঙ্গীন মোহে আলপনা আঁকা চোখে
সর্বত্র নেশায় বুদ হয়েছো দিবালোকের ব্যবধান ভুলে
আসল ফেলে নকল নিলে জীবনটা  যায়রে বিফলে
জ্ঞান দিতে এসো না  ভালো মন্দটা বুঝি সর্বঅগ্রে।


দিনের আলোতে বাহির পানে দেখ অন্ধকারটা দূরে
রাতের আঁধারে জোনাকিরা ঝিকি মিকি জলে স্বদলে
তুমি চলে গেলে সর্বসুখের আসায় ঠিকানা বীহিন বলে
ঝিঝি পোকা সেও জায়নি ডাকতে আপন বোল ভুলে।


স্নিগ্ধ ভোরের শিশিরের আলিঙ্গন পাপিয়ার ঘ্রান ফেলে
শ্যামলী নদীর সান বাঁধানো ঘাটে মাখামাখি মধুর স্মৃতি
শাপলা শালুকের ঝাকে লুকোচুড়ি দুষ্ট মৎস্য কন্যার ছলে
প্রাণ সখার বদন দেখি আঁখি দুটি মেলে ভয়ে কাপে হিয়া।


হাজারো লোকের ভয় উপেক্ষা করে দরদিয়া প্রাণে প্রাণ
মনের মাঝে হৃদয় সিংহাসনে ছবিটা স্বযত্নে আছে রাখা
জনম জনম তোমার রব দিলাম আজ তোমায় এ কথা
সারা দিনমান অবারিত সুখ তুমি ভুবন মাঝে নাম লেখা।


ভালোবাসার কথা ভুল করেও একটি বার পড়ে কি মনে?
সাথী ভুলে গেছো বেধে নীড় সুখের বাসর অন্যের সনে
হয়না স্মরণ আজ আমরণ পথে দিয়ে পাড়ি চলো একা
রাঙ্গা সে চরণ আসবে গুটি গুটি করে হবে নাতো দেখা।