কলঙ্কিনী সতী ০১
জামাল উদ্দিন জীবন


মেঘের ভাঁজে ভাঁজে আনন্দ যেথায় করে খেলা
সজীবতা ফুল কলি হৃদয় মাঝে দেয় দোলা
ভোমরা অলি কূল প্রেমেরই হরষে করে খেলা
পাখির কলরবে গুঞ্জনে সুর ধরণী মাতোয়ারা।


তোমার হিয়ার মাঝে যত্নে গড়া সুখের বসতি
উড়ে উড়ে ছুঁয়ে ছুঁয়ে, যায় হেথা যুগল প্রজাপতি
প্রেমেরই মুরালি বাজে অন্তরে আকুল করে ডাকে
পাগলের মত ছুটে আসি ঘাটে বন্ধুর পানে দেখি।


গীত শুনায় ধ্যানে প্রাণে মগ্ন পরাণ জুড়ায় শুনে
বাতায়নে শিহরণ জাগায় প্রাণ বন্ধুর সাথে চায়
সে মন বুঝে না প্রেম বুঝে না করে জ্বালাতন
দিবানিশি তার ভাবনায় মনটা করে উচাটন।


প্রিয়তম শোনাতে ব্যাকুল করি নীরব আহ বান
দাও সাড়া তোমার মণিকোঠা চাই একটু ঠাঁই
তোমার মত আপন জন আমার ভবেতে নাই
আমি অভাগিনী পাগলের মত ছুটে ছুটে আসি।