কোথায় আছে সাম্য ০১
জামাল উদ্দিন জীবন


খবরের কাগজে আর বই পুস্তকে
সাম্য কথাটি হারিয়ে গেছে।
শিক্ষা, নীতি, আদর্শ ও সততা ভুলে গিয়ে
মানবতা বোধ হারিয়ে ফেলেছে।
ফেলানী আর তনুরা সংবাদপত্র ------
ও টিভির চ্যানেলে সংবাদ হয়েই থেকে যায়।
লাল ফিতায় বন্দী ওদের দেহখানি।
নীতিভ্রষ্টের খেলা চলে সাথে রাজনীতি।
শ্রমিকের ঘাম চোখে দেখে না
এসির বাতাসেই প্রশান্তি।
কালো টাকা সাদা করার হিড়িক পড়েছে
কথায় কথায় দুর্নীতি।
ডিজিটাল যুগের সবই ডিজিটাল
সবকিছু হয়ে যায় তাল বেতাল।
মানুষের জীবনের নিরাপত্তা আর নিশ্চয়তা নেই,
নেই সঞ্চয় ফিরে পাবার আশা
সাম্যের কথা বলছো কোথায় বসে তোমরা?
সাম্য তাই ভীণ্ণ গ্রহে
নীরবতা তাই নিজের বিবেকে।