লাশ
জামাল উদ্দিন জীবন


যেদিন আমার বন্ধ হবে দুটি আঁখি
এ পৃথিবী মিছে মায়ার জাল সবি ছিল ফাঁকি
যেদিন আমার বন্ধ হবে শ্বাস
মৃত্যু এসে আমায় করিবে গ্রাস।


আত্মীয় –স্বজন ডাকবে না আর নাম ধরে
ধন সম্পদ বাড়ি গাড়ি টাকার অহংকার
এক নিমেষে সকল কিছু হয়ে যাবে পর
ধরণির পরে ডাকবে সকলে আমায় লাশ।


পৃথিবীতে ছিলাম কত নামি দামী
স্ত্রী আমায় আর বলবে না প্রাণের স্বামী
ছেলে মেয়ে ডাকবে না আর বাবা বলে
বাবা –মা বলবে না খোকা আয় ফিরে কোলে।


সেদিন সবাই হয়ে যাবে পর যাদের সাথে
ছিল বসবাস আর বসত বাড়ি ঘাড়
যা যা বর জগত মাঝে ছিলাম স্বার্থপর
যাদের আমি রেখেছি অনেক যতনে বুকে ধরে।


তারাই রাখবে আমায় অন্ধকার কবরে
কতদিন পাশ দিয়ে হা টবে বন্ধু স্বজন
আমার কথা ভুল করেও তাদের হবে না স্মরণ
মরন মরন চির সত্য এ বাণী ভুলে থাকে।


মিথ্যে মোহ মায়ায় সকলে ভুলে যায় তাকে
দুদিন আগে নয়তো পারে যেতে হবে জগত ছেড়ে
হায়রে জীবন এ যে ছিল মিছে মায়া খেলা
ক্ষণিকের ভোগ বিলাস,কে আমি? বলো না।


নাম পরিচয় যা ছিল হারিয়ে গেছে আজ
সেজেছি কত না রঙ্গিন সাজ নতুন বসনে
চোখের পলকে ভুলকে ধুলকে যাবে হারিয়ে
সকলে বলবে মানুষ নাতো আমি লাশ।