মা বলে ডাকি বর্ণ মালার ছবি আঁকি ০১
জামাল উদ্দিন জীবন


আমি মাকে মা বলে ডাকি
আঁখি মেলে বর্ণ মালার ছবি আঁকি
দোয়েল শ্যামা ময়না টিয়া বুলবুলি বউ কথা কও
শীষ দিয়ে যায় সোনালী ফসলের খেতে।


আকুল করা বাণী আর মন ভুলানো গান
আমার ভিতর বাহির অস্থি মজ্জায় মিশে
রক্ত স্নান করবার কথা মনে করিয়ে দেয়
মাকে মা বলার অধিকার কেড়ে নিতে চায়?


ওরা কারা আমাকে মুখ বন্ধ রাখতে বলে
আমার বর্ণ মালা দিয়ে কথা বলতে দিবে না
আমি কষ্টে ঘৃণায় লজ্জায় বুক বেঁধে থাকি
আমার ভিতর বাহির সকল স্থানে অগ্নি।


দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে মারে আমায়
সারা বিশ্ব মাঝে গুড়ে আর কোথাও দেখিনি
পেলাম নাকো তোমারই মত সুন্দরের রাণী
আমি বাংলাকে ভালোবাসি আমার মত করে।


আমি মাকে মা বলে ডাকি,ওরা হিংসা করে
রক্তে রাঙানো ছিন্ন ভিন্ন এ পথ চলা আমার
দুটি আঁখি বন্ধ করলেই দেখি অমানুষ রুপিদের
ওরা আমার মুখের ভাষায় বাঁধা দিল কেন?