মা বলে ডাকি বর্ণ মালার ছবি আঁকি ০২
জামাল উদ্দিন জীবন


আমার ভাইয়ের বুকের তাজা রক্ত জড়ায়
রাগে খোবের আগুন দানা বেঁধেছে ভিতরে
এর বহি প্রকাশ ঘটবে আমিও সাথী হলাম তাদের
এখন এক দুই করে অনেকে আমাদের সাথী হলো।


সকলের ভিতরে একটা চাপা কষ্ট মুখে কিছু বলে না
ওদের বাংলার মাটিতে আর অবস্থান করতে দিব না
প্রতিজ্ঞা বদ্ধ সকলে শুরু হলো আন্দোলন প্রতিবাদ
মায়ের ভাষা,মাতৃভূমি,ভাইয়ের বুকের তাজা রক্তের।


আমার অধিকার ফিরে পাবার তাদের শিক্ষা দিতে হবে
দাবানল হয়ে জ্বলছে প্রতিশোধের অনল ভিতরে বাহিরে
মৃত্যু ভয় নেই ফিরে আসার পথ নেই,গতিরোধ করা যাবে না
লক্ষ একটাই সামনে এগিয়ে যাবার  এখন রক্ত চাই,রক্ত চাই?


এক বুক নয়,এক নদী নয়,রক্তের স্রোত নয় এক সাগর রক্ত
রক্ত স্রোতে স্নান করে ভাইকে বলবো তোমাদের দান বৃথা যায়নি
পেরেছি তোমাদের দেখানো পথে চলে ছিনিয়ে আনতে অধিকার
আজ সারা বিশ্বে তোমাদের জন্য পালিত হয় ভাষা দিবস বাংলার।


সবাই কথা বলে বিশ্ব মাঝে পেয়েছি মায়ের ভাষার অধিকার
অ আ ক খ বর্ণমালা দিয়ে এটাই  চেয়েছিলে আমাদের অধিকার
আমি মাকে মা বলে ডাকি, আঁখি মেলে বর্ণ মালার ছবি আঁকি
সহস্র বার জন্ম নিয়ে অন্য কোথাও নয় যেন বাংলায় ফিরে অসি।