মেঘলা মেঘলা এই দিনে ০১
জামাল উদ্দিন জীবন


মেঘলা মেঘলা এই দিনে
আকাশে মেঘে দের সনে
বাদলের ধারায় মনটা হারায়
প্রেমের গীতালি শুনিতে পায় ।


হৃদয় মন নেচে উঠে নতুনের বার্তায়
কতো কথা মনে কতো ব্যথা প্রাণে
বলিব কার সনে সে আছে কোথায়?
মনে যারে চায় প্রাণে তার লয়ে ভাবি।


প্রাণ বন্ধু সাথে হলে দেখা বলিব এ কথা
কেন সে একা একা দূরে দূরে রাখে
আমার কথা কি ভুলেও মনে পড়ে না?
কার সনে বর্ষার ধারায় ঘর বাধে নীরবে।


আমায় না শুধায় কি করি হায় নির্জনে?
বিরহ ব্যথা থাকি একা একা ভেবে ভেবে
হই দিশে হারা কাটে না দিন রজনী আমার
তারে ছাড়া বুঝিতে না চায় শুনিবার না পায়।


কি যাতনা প্রাণে না সয় ঝর ঝর বাদল দিনে
আমি কেয়া কদম পুষ্প কলি রেখেছি যতনে
পড়াবো মালা গলাতে অপেক্ষা করে আছি
পড়ে না মনে কুসুম কানুনে রব একাকী।