মেঘলা মেঘলা এই দিনে ০২
জামাল উদ্দিন জীবন


প্রিয়া মান করেছে ভারি আসতে হয়েছে দেরি
শত চেষ্টা করে তার রাগ ভাঙ্গাতে নাহি পারি
চোখের অলক্ষ্যে জ্বল জমেছে বুঝাই কেমন করি
ভীষণ দরিয়া উত্তাল ঢেউ ভয়ে কাঁপে মোর হিয়া।


দরদিয়া রয়েছো প্রাণে অতীব সঙ্গোপনে কেউ না জানে
অভিমান কেন কর হস্ত যুগল ধরো এবার শক্ত করি?
শাপলা শালুক তুলি পাল তুলে ভেসে যাব অনেকটা দূর
সাথী হারাবো দুজন অনাবিল সুখে জীবন নদীর মোহনায়।


আপন করিতে তোমায় মন বারে বারে কাছে চায় বুঝে নিয়ো
আজ নিরালায় ভাসাই প্রেমের তরী বলো কেন করো দেরি?
আষাঢ় শ্রাবণে যৌবনে মৌ আনে কত রঙ দোলা দেয় সত্তা
দক্ষিণা পবন আনে সুঘ্রাণ করে শত রঙ্গন বাতায়নে ঘেরা।


মরমে মরেছি প্রীতিতে ডুবেছি সাথী হয়ে ওগো দিশেহারা
তোমার মতন কে আছে আপন ভুবনে কহ দেহি তুমি ছাড়া
এই বরষায় আঁচল ভিজে যায় কেমনে যাবো ওগো বাড়ি
অলিকের লিখন না যায় খণ্ডন সকল আপনাতে আজ রয়।


বিধির বিধান হয়ে নির্ধারণ কেমনে পরিত্রাণ পাবে হায়
ঘন কালো অন্ধকার দেওয়া সেজেছে আবার পূব গগনে
হায় হায় মনে জাগে ভয় গৃহে ফিরবো একাকী কেমনে
ধরো হাত সুখের প্রহর গুনো সাজাও হৃদয় সিংহাসন।


আনন্দে আত্ম হারা লুটো পুঁটিতে পাগল পারা দেহ মন আত্মা
দয়িত ছাড় ছাড় আমায় সাজাবো মোদের স্বপ্নের বাসার ঘর
সারা জীবন থাকবো দুজন হয়ে দুজনার জনম জনমের সাথী
তোমায় ছাড়া কাটে না ওগো ভুবনে আমার আঁধার দিবস রাতি।