মাহে রমজান ০১
জামাল উদ্দিন জীবন


বছর ঘুরে এলো আবার সেই মাহে রমজান
এহলো মহান সৃষ্টি কর্তার তার বান্দাকে দান
মুমিন মুসলমান করে নিওগো পাপ মোচন
ইবাদত বেশি করো মুখে লও আল্লাহর নাম।


দিলকে রাখো তাজা কর নামায আর রোজা
কোরআন পড় বেশি করে তাসবি জপো মনে
আল্লাহ পাক খুশি হবেন এই সুন্দর ত্রিভুবনে
রোজার পুরস্কার দিবেন প্রভু আপন হাতে।


ঘোষনা করেছেন প্রভু মোর পাক কোরআনে
ইবাদত বন্দেগী করো এখন বেশি বেশি করে
পরকালের জন্য কিছু লও মানুষ সঙ্গী করে
মত্যু স্বাদ গ্রহন করতে হবে এতে নাইরে ভুল।


ওরে মানুষ ঘুমের দেশে আছো তুমি হয়ে বেভুল
সাদা কাফন পরিয়ে রেখে আসবে অন্ধকার কবরে
কেউ হবেনা সাথী অন্ধকারে থাকবে পরে দিবারাত্রি
আগুন সাপ বিচ্ছু কত কিছু আসবে তোমার ঘরে।