বৃথা মানব জন্ম ৩, ৪,৫,৬,ও ৭
জামাল উদ্দিন জীবন
***৩
ঘর হতে বের হয় ফিরবে নেই কোন ভরসা জীবনের
এখন নিত্য চলে খুন ধর্ষণ রাহাজানি রক্তের হলি খেলা
স্রষ্টার সৃষ্টি কি অপরূপ জগতে মিলাইবে রঙ্গের মেলা?
শ্রেষ্ঠ জীব হয়ে তারা কেন পশুর মত করছে আচরণ?


কে বলেছে মানুষ নামের অমানুষ ওরা পশু হয় মহান?
জগতে জ্ঞান বুদ্ধি বিবেক হুশ থাকিলে হয় তারাই মানুষ
আচরণ কর্ম কাণ্ড দেখে মনে হয় পশুত্ব শ্রেষ্ঠত্ব রয়,
শিক্ষা দীক্ষা নেই জ্ঞান বুদ্ধি বিবেক নেই ওরা পশু বলে।


সকল থেকে মানুষের কি লাভ বলো সর্বস্ব কোথা হারালো?
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু মরছে এখন দেখি ধুকে ধুকে
অভাগিনী মা কর্ম ব্যস্ত পরম মমতায় নেয় না তারে বুকে
গরীবের কথা কেউ ভাবে না সময় তাদের হাতে নেই।


***৪
আমি অসহায় নীরব হয়ে দাঁড়িয়ে আছি আজ ঠায়
অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার
সকলের মত আমারও আছে সকল সব পাবার
অধিকার সব পাবার কথা ঠিক তবে পাবে কোথায়?
করছো মিছে আসা সকল ফুরিয়ে গেছে ক্ষমতার আঁধারে
দেখি সর্বস্ব হয়েছে লুণ্ঠিত ক্ষমতা ধর কর্তা ব্যক্তিদের হাতে
কার কাছে বলি কোথায় পাবো ন্যায় বিচার ফিরে অধিকার?
আমার আগমন কি মিছে ওরা দেখতে আমার মতন সবি আছে?


***৫
কিসের ব্যবধান ওদের সাথে বুঝতে পারি না অধিকার চাই ফিরে?
গোলক ধাঁধায় ঘুর্নেয় মান একি বৃত্তে কেন কর এই ব্যবধান তবে?
বড় আশা নিয়ে এসে কি পেলাম সকল হারালো দেখি এক পলকে?
হাজারো প্রশ্ন মনে কেউ শুনে না এত করে শুধাই উত্তর মিলে না।
অনাদরে অবহেলায় দ্বারে দ্বারে ঘুরি খাবারের আসায় খেতে দেয় না
ক্ষুধার জ্বালায় কাপে জীর্ণ শীর্ণ দেহ কেউ ভালোবাসার পরশ বুলায় না
মমতা মাখা স্নেহ দিয়ে কোলে নেয়নি আপন করে আমি গরিব বলে                      
অশ্রু সিক্ত নয়নে কি দেখলাম ত্রিভুবন কেমন করে বলি কার সনে?


হায়রে জগৎ সংসার নব রূপে দিলে তুমি নিত্য দিন নানা উপহার
ন্যায় নীতি মুখ থুবড়ে পড়ে থাকে অন্যায় দরাজ কণ্ঠে অট্র হাসে
আত্মচিৎকার করে বলতে চাই পৃথিবীর মানুষ তোমরা শুনতে পাও
আমার অধিকার ফিরিয়ে দাও অন্ন দাও বস্ত্র দাও বাসস্থান কোথায়?
***৬
নামি দামী সব লোকের ভীরে পরিচয় হীন শহরের আস্ত কুঁড়ে নিত্য
বসে মদ জুয়া গাজা আফিং ভাং নেশায় বুঁদ বড় সাহেব হঠাৎ দেখে
শুধায় মোরে এই খোকা আমায় নিয়ে চল বাইজী বাড়ি আনন্দ হবে
ঝুমুর বাজে নৃত্যের তালে গ্লাসে ওরা মদ ঢালে বাবু পিয়ে খুশি বলে।


অস্ত্রের ঝনঝনানি টাকার ছড়া ছড়ি কোথায় এলাম ভাবছি শুধু বসে ?
অনাহারে অর্ধ হারে কাটে দিন পেয়েছি স্বর্গ রাজ্য যাব না ছেড়ে বসু ধায়
ওখানে সবাই হা হা কার স্বপ্নের পৃথিবী পেয়েছি পিছু ফিরে কে তাকায়?
সৎ থাকার চেয়ে আসতে দুনিয়া ভরে বেশি করে কামাই দুঃখ চলে যবে।


অসহায়ত্ব ক্ষুধা দরিদ্রতা নিমেষেই হবে নিবারণ করছি জীবনের আয়োজন
মানুষের মত মানুষ হয়ে বাঁচতে চাওয়া যেখানে ভুল অমানুষ গড়ে তুলে
রাজ মহল প্রসাদ অট্টালিকা অবৈধ ধন সম্পদের পাহাড় নেই হা হা কার
দেখি প্রশাসনের কর্তা ব্যক্তিরা পিছু ঘোরে পেলাম স্বর্গের সুখ জগতের উপরে।


***৭
মনু স্বত্ব মরে গেছে বিবেকের দরজা বন্ধ চোখ থাকিতে হয়ে আছি এখন অন্ধ
অস্ত্রের গোলাবারুদ ঢের পরে আছে অর্থের অভাব নেই অন্ধকার চোরা গলি
ধীরে ধীরে ডুবে গেছি অনেক পথ জীবনের শেষ সীমানায় দাড়িয়ে ভাবছি হায়
কালের স্রোতে হারিয়ে যাব এক দিন সকল পরে রবে আমার কোন ঠিকানা?


ঠিকানা বিহীন তরী ভাসিয়ে কাণ্ডারী অথই জ্বলে করেছি যাত্রা একা ওপারে যাবার
সঙ্গের সাথী নেই আজ আমার কি করতে আসি করে গেলাম কি মিছে ভাবছি বসে?
মিথ্যে আসা যাওয়ার খেলা ডুবে গেছে ভেলা হাবু ডুব নিমজ্জিত রাশি রাশি জলে
ওগো রহিম রহমান তুমি হও মহান ক্ষমা করো হেন অপরাধ দাও পারের সন্ধান।


আমি অপরাধী তোমার তরে করুণা চাই তুমি বিনে বান্ধব জগতে মাঝে কেহ নাই
সারাটি জীবন ভরে করেছি যত পাপাচার ভুল করে জগতের মাঝে ডাকিনী তোমায়
জীর্ণ শীর্ণ দেহ শ্রবণ শক্তি হীন দৃষ্টিতে নেই আলো মোর ভয়ে কাপে হিয়া দরদিয়া
অকুলের কুল তুমি ওগো জগত স্বামী শুধু একবার দাও তোমার সঠিক পথের সন্ধান।