মাটির বিছানা
জামাল উদ্দিন


সাধের বালা খানা সাথী মাটির বিছানা
মন এর বেশি কিছুই সঙ্গে যাবে নারে
মানুষ বেশি কিছুই তোর সঙ্গে যাবে না
ছিলে হেথা যাবে কোথা ভেবে দেখ না।


টাকা পয়সার বাহাদুরি কিছুই রবে না
চোখ বুঝিলে জগত আন্ধার কেন বুঝ না
স্ত্রী পুত্র জোরের ভাই আত্মীয় স্বজন ওরে
কেউ লইবে না তোমার খবর আছ কেমন।


থাকবে পরে মাটির ঘরে একাকী কেমন করে
পোকা মাকড় সাপ বিচ্ছু র সাথে হবেরে সংসার
আসিলাম এই দুনিয়াদারি বসে যাবে কোর্ট কাছারি
জীবন বলে উকিল মোক্তার পাবো কোথায় আমি।

হেন অপরাধ নেইকো ভবে করেছি বসে দিবস জামি
তোমার কাঠগড়ায় আসামী মন মত সাজা দিয়ো তুমি
পরে ঘোর বিপদে অকুল দরিয়ায় তোমায় করি স্মরণ
জগত স্বামী তাড়াইয়া দিয়ো না আমায় রহমত হতে।