নিষ্ঠুর পাখি
জামাল উদ্দিন জীবন
স্মৃতি নামের নিষ্ঠুরপাখিটা বার বার ডাকে
তার বুকে আজ বিষে ব্যথার ঝড় উঠেছে
ভুলে যেতে চাই আমি হারানো স্মৃতিগুলো
অন্তর জুড়ে সে ডাকে আমায় পিছু ফিরে
নিদারুণ না পাওয়ার আর্তনাদ কেঁদে কেঁদে মরে
আমার মাঝে তোমার স্মৃতিগুলো ভেসে আসে
আর যেন পুড়তে না হয় তোমার প্রেম অনলে
এমন ভাবে পোড়ালে তুমি অবশেষ কিছু নেই।
সোনালী প্রেম বাগান  অনলে পুড়ে ছাই হয়েছে
ব্যথা বুকে সবুজ উদ্যান ধূসর রঙ ধারণ করছে
মহা সুখে আছো আমাকে প্রেম অনলে পুড়িয়ে
সুখ সুখ লোক দেখানো এ সুখ তোমার বাহিরে।
আজ মনে প্রাণে সুখের কোন ছিটে ফোঁটাও নেই
বদন পানে যে ব্যথার ঢেউ জেগেছ সর্বত্র ধরণীতে
অন্য কি বুঝে সে ব্যথা যে ব্যাখ্যা বয়ে বেড়াই একা
সুখের বসতি গড়ে মহা সুখে আছো দিয়ে ধোঁকা।