নয়ন মাঝে নয়ন মিশাইয়া
কি যাদু করেছো আমায় ২য়
ওরে প্রাণের বান্ধব রে তুমি
ছাড়া জগতে একা বাঁচা দায় ২য়


ও দিন কেটে যায় যেমন তেমন
নিশিতো কাটে না ওগো নিশিতো ২য়
আমি একা ঘরে সই জ্বালাতন বন্ধু
মনের ব্যথা কাউকে বুঝাইতে পারি না ২য়


হৃদয় যাতনা সোনার দেহ হইল অঙ্গার
বন্ধুয়ারে ছাড়া জগতে বান্ধ বল কে আমার ২য়
তার বিরহে কান্দেরে মন কাণ্দে পরাণ
বন্ধুয়া আমার এই জীবনে সাত রাজার ধন।২য়


ভুলি নাই আজও তার সকল স্মৃতি পড়ে মনে
তোমায় ছাড়া একাকী জীবনে বাঁচিব কেমনে ২য়
ভাবিয়া কয় লেখক জীবনে আমার কবি জীবনে
মরণ হলেও আমায় পাশে রেখো মরবো সহ মরণে। ২য়
রচনা কাল : ০৮/১০/২০২২