ও মানুষ....রে আরে ও মানুষ...রে
জামাল উদ্দিন জীবন


তোমার আয়ু বেলা ফুরাইলে রাখবে মাটির ঘরে
মিছে বড়াই করেছো মানুষ আইসা ভবের সংসারে
আপন স্বজন পর হইবে রক্তের বাঁধন ভুলে যাবে
রেখে আসবে মাটির ঘরে জবাব দেহী দিতে হবে
ও মানুষ................রে আরে ও মানুষ..........রে


মিছে মায়ায় ঘেরা সংসার কেউ হলো না আমার
বন্ধ হলে দুটি আঁখি মানুষও দেখব সবি অন্ধকার
কোরান হাদিস মেনে চলো বইবে আলোর জোয়ার
থাকতে হবে অনন্ত কাল শেষ হবে না পরো কাল


মরণ কথা হয় না স্মরণ ভাবো সবাই তোমার আপন
চলছে খেলা ভাঙবে মেলা দেখবি সামনে কাল সমন
কেউ যাবে না তোর সাথে কিসের লড়াই এই জগতে
জীবনে ভেবে কয় ওপারে যাবে দেখো সময় বেশি নাই


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল  ০৫.০৭.২০২১
ছন্দ: স্বরবৃত্ত