ওড়াও মানুষ
জামাল উদ্দিন জীবন


আত্ম অহং কারে সবি আছো ভুলে
ওড়াও মানুষ দিচ্ছ কেন পায়ে ঠেলে?
সমাজ সংসারে অর্থের করো বড়াই
তোমার সমতুল্য জগতে কেহ নাই।


গরীব বলে অপমান অবহেলা লাঞ্ছনা
এটাই কি ছোট বলে ওদের ছিল পাওনা?
তুমি কি বল নামে মানুষ আছে হয়ে বেহুঁশ?
ভুলে গেছো মানবতা নীরব বিবেক ভুল কথা।


বলে সময় অসময়ে শুনেও লাগিয়ে কানে তালা
মহা সুখে খেলছ নিদারুণ যন্ত্রণার মহা খেলা
বড় আনন্দ মনে অট্র হাসিতে মেতে সারা বেলা
ভাব প্রভু আমার সাথে একাত্ম ঘোষণা করেছে।


আজ ওদের সর্বদা দুখে রই কারবার ভাসে ভেলা
বড় দুখের মাঝেও হাসি পায় কে কখন কোথায়?
কার দুয়ারে এসে দাঁড়ায় বিধাতায় শুধু বলতে পারে?
সকলে মানুষ দেখ মানুষ হয়ে একবার চিন্তা করে।


রক্ত মাংস আছে তোমার মত ওদের গায়ে ব্যথা পায়
তাদের আঁখিতে অশ্রু ঝড়ে তোমরা ভুলে থাক আড়ালে
এছির বাতাসে প্রশান্তি দামি বাড়ি গাড়ি সম্পদ ভুরি ভুরি
ওদের কি আছে আমার মত বলো সমান কিসে জগত জুড়ি।


ধুত ওড়াও মানুষ কে বলে জন্ম টাই ধরায় মিছে শুধুই বকে?
অনা হারে অর্ধ হারে কাটে দিন পায় না দুবেলা দুমুঠো খেতে
ঘরে নিত্য চলে ভোজন বিলাস সুখের পরশে মাতে জোয়ারে
দিন রাত্রি খেটে মরে ভেজা শরীরে কয়টা টাকা পায় বল তাতে।


তোমার চোখ অন্ধ নাকি বধির দেখ ব্যাংকে টাকার অভাব নাই
নামাজ রোজার ধারে পারে নাই হারাম শুয়োর ঘুষের করে কামাই
ওরা কয়টা টাকার লাগি দিন পাত পরিশ্রম করে দেখি শুধু চেয়ে তাই
শরীরে বাসা বেধেছে হাজারো রোগ বালাই দেহে কোন শান্তি নাই।


ওদের শরীরে কোন রোগের লক্ষণ নাই আছে মহা সুখে পরিবারে
রোজ কিয়ামত দেখি সর্বদা কি করে দিব বল ভব পারে আজ পারি?
আমার তরে দোয়া মাঙ্গ মসজিদ মন্দির গির্জায় ও প্রভুর দর গায়
তিনি যেন সর্বদা ভালো রাখে সুস্থ করে দেয় জপি নাম বসি বসি।


হারিয়ে সময় নাইত কামাই অবেলাতে ধরেছ পারি অন্ধ কারে
ফুটিবে কি আলোর শিখা জাগবে মায়া মমতা প্রীতি বন্ধন অন্তরে?
বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে দিবে শেষ বিদায়
সাদা মার্কিন কাপুড় কর পুল আগর বাতি সাথী করে রেখেছে আমায়।


দামী বাড়ি গাড়ি সুন্দর নারী আত্মীয় স্বজন কেউ নাহি পাশে আসে
কোথায় গেলো মিথ্যে দম্ভ অহংকার টাকার বড়াই সকল কি মিছে?
জেগেছে বিবেক উঠেছে মানবতা ওদের তরে নত শিরে বলি কথা
ভেঙ্গেছে ভুল অবশেষে যাদের মানুষ ভাবিনি কভু ওরাই রাখে কবরে।