অস্তিত্ব হারাই
জামাল উদ্দিন জীবন


মনের নীল আকাশে ডানা মেলে
উড়তে থাকি রঙিন ঘুড়ির মত
হঠাৎ করে বৃষ্টির মত এক পশলা
সুখকে সবার অলক্ষ্যে খুঁজে পাই।


আজ মনের আকাশে বইছে  
বিষাদের কালো মেঘের ঘনঘটা
নীরবে কাল বৈশাখী ঝড় বয়ে যায়
হৃদয়ের আঙিনায় রবির কিরণ এখন।


সর্বত্র জুড়ে বয় চিরস্থায়ী কভু হয় না
ক্ষণে ক্ষণে নিজের অস্তিত্ব হারাই
একটাই কারণ বিশ্বাসের টানাটানা
ক্ষয়ে ক্ষয়ে পচন ধরেছে জগতের বুকে।


প্রিয় জন আপন জন আগের মত নাই
নিখিলের নিয়মে বদলে গেছে সকলেই
প্রয়োজন ছাড়া স্মরণ করে না বসু ধায়
যাযাবরের ন্যায় ঘুরবে কত অসহায়।


বেধেছে ঘর সকলে নিয়ে আপন সাথী
কার অপেক্ষায় থাক তুমি দিবা রাতি
শেষ হলো জীবনের পড়ন্ত বেলার খেলা
ওরে অবুঝ আপন ঘরে আলোর প্রদীপ জ্বালো।