পাগলের মত ভালোবাসতে ০১
জামাল উদ্দিন জীবন


বর্ষার প্রলেপ হাওয়া বয়ে যায় দুরবনে
মাঝে মাঝে বৃষ্টি পড়ে মোর সোনাঅঙ্গে
ঝর্ণার মত কল কল প্রতিধ্বনি শুনিও
প্রভাতের স্নিগ্ধ সৌরভে ফুটেছে গোলাপ।


শিশির ভেজা ঘাসের উপর পড়ে চন্দ্রের
ঝিকি মিকি আলো প্রিয়তমা ভালোবাসো
আজ বড় বেশি মনে পড়ে সেই তোমাকে
যাকে না দেখলে দিনটাই শুভ হতো না।


যার আঁখিতে আঁখি না রাখলে অন্ধকার
যার মুখের বাক্য শুনার জন্য অস্হির
আমার কর্ণকুহর সেই  তুমি কোথায়?
আমি জানি পাগলের মত ভালোবাসতে।


তোমার উদ্যাম প্রেমের দ্যুতি আমায়
প্রতিনিয়তো ভিতর বাহির অস্তিত্বে ও
মজ্জায় মিশে আমাকে ভাবায় আজও
হৃদয়ে বাজে তোমার কথা বারে বার।