পরের বাড়ি আপন করি জনম ভরে থাকলি পরি
জামল উদ্দিন জীবন


পরের বাড়ি আপন করি জনম ভরে থাকলি পরি
ছাইড়া সাধের জমিদারি যত্নে গড়া ঘর আর বাড়ি ২য়
হয়ে রাজ ভিখারি পথে পথে ঘুরি দয়ার কাণ্ডারি
কেমনে দিবা ভবের সাগর পারি দেখ চিন্তা করি।২য়


যুগল আঁখি বন্ধ হবে জগত বাসি ভুলে যাবে
থাকবেনা বংশ গৌরব তোর নামের বাহাদুরি  ২য়
স্ত্রী পুত্র জোরের ভাই আজ কেউই সঙ্গে নাই
জনম জনম থাকবে একেলা অন্ধকারে পরি। ২য়


এক জন দরজি আসিবে এ দেহের মাপ নিবে
রঙ্গিন বসন খুলে দিবে কাফনের কাপড়ে মুড়ি ২য়
চার জনার কাঁধে চরে যাও চলে আপন বাড়ি
শেষ বিদায় জানাই দিবে তোমায় সকল সহচারী। ২য়


চল্লিশ কদম যখন সবাই মানুষ হইয়া যাইবে পার
কবর মাঝে এসে হাজির হবে মুনকর আর নকির ২য়
দিন কি তোমার রব কে তোমার বল নবী কেবা হয়
তিনটি প্রশ্নের সঠিক জবাব সবার কাছে জানতে চায়। ২য়  


কি ধন আছে কি ধন ওরে দিয়া পার হবে অকুল দরিয়া
দয়ার সাগর দয়াল আমার ভাঙ্গা তরী নামে দিছি ছাড়িয়া ২য়
গেলি ঋণের বোঝা লইয়া খালি হতে পূর্ণ মানিক বেচিয়া
জীবন বলে দয়ালের নামটি সম্বল ওই পারে যাব চলিয়া। ২য়
রচনাকাল: ১২/১১/২০২২