পথ ভোলা যাত্রী ০১
জামাল উদ্দিন জীবন


এই নীরব শান্ত কুয়াশা ঘেরা
নদী পানে চলমান একাকি পথ
ভোলা যাত্রী চলছে পথের পানে
দিশা অজানা প্রান্তর অবরুদ্ধ পথ।


দুকুল বেয়ে বেয়ে চলে
অশান্ত ঢেউ রাশি রাশি
আকাশ পানে চেয়ে দেখা
আমার তারার সাথে কথা।


চন্দ্রের সাথে মিতালি গড়েছি
মাঝি মাল্লারা দার বেয়ে যায়
নতুন গন্তব্যে নতুনের আশায়
অন্ধকার মুছে আলো ফুটবে।


নব দিগন্তের নব সম্ভাসনে
সাজাবো জীবন ফুলে ফুলে
তোমায় আলিঙ্গন মনে চায়
শূন্যতায় ভেসে বেড়াই একা।


চলে সঙ্গী হীনা এলা জীবন
সুরের বীণা কেঁদে কেঁদে কয়
শোনাও না গান একবার তুমি
তুমি হীনা গীত বিতান ভুবনটাকে।


ছন্ন ছাড়া খাপ ছাড়া ছাড়া লাগে
মনের ঘরে এক হ্রাস হতাশা রয়
ফিরে আসবে দু হাতে স্বপ্ন নিয়ে
দেখবে অপেক্ষার প্রহর হলো শেষ।