প্রেমের কলঙ্ক ০১
জামাল উদ্দিন জীবন


প্রভাতের বৃষ্টি ভেজা প্রথম আলিঙ্গনে
দুরু দুরু কাপে মোর হিয়া দরদিয়া
রুমঝুম রুমঝুম নৃত্যের তালে তালে
শোনাতে মধুর কণ্ঠে গীত বসে সঙ্গোপনে।


অপেক্ষার প্রহর গুনছি জানালার ধারে একা
মনে দোলা দেয় প্রথম মিলনের স্মৃতি মাখা
ঝিরি ঝিরি বাদল দিনে মন উচা টন প্রিয়ার সনে
শোনাবে গান মধুর সুরে অপেক্ষায় আছি নির্জনে।


রাস্তার পাশে দাঁড়িয়ে একা পুষ্প কদম যুগল হাতে
যত্নে রেখেছো ধরে লোকের অগোচরে আঁচলে ঢাকা
ঘন বরষায় ভিজা অঙ্গ কাঁপছি হিম হিম বাতাসে
এখনো তোমার হয়নি সময় বাহির পানে আসিতে।


আঁখি পানে স্বপ্ন ভাসে আমার সাথে মেঘ হাসে
হিয়ার মাঝে অজানা ভয় বারে বারে হয় সংশয়
অন্য লোকে দেখিলে আমায় কলঙ্কের নাই শেষ
লোকের কথায় কি আসে যায় কলঙ্ক না লাগিলে গায়?
রচনা কাল : ২৯/০৬/২০২১ বিকাল ৫ ঘটিকা ৩৫ মিনিট।