প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
জামাল উদ্দিন জীবন


প্রেমেরই গীত প্রাণের মাঝে বাজে
মন বসে নাগো গৃহের কোন কাজে
অবুঝ মন বারে বারে তোমায় খুঁজে
বেঁধে রাখো প্রেমেরই বন্ধনে দুবাহুতে।২য়


জনম জনম থাকবো তোমার সাথে
এই আসা মোর মরমে মরমে বেজেছে। ২য়


অঙ্গে পড়াবো নীলিমার শাড়ি আরো নীল চুড়ি
হাতে হাত রেখে দাওগো কথা ওগো কিশোরী
খোপায় গুঁজিয়া দিব সহস্র বর্ণের কুসুম কলি
এক বার মোর প্রেমেতে হয়ে দেখো খেয়ালী।২য়


অপলক বদন পানে নীরবে চেয়ে থাকি
সাজাবো তোমাতে আমাতে সুখের বসতি
দুরু দুরু কাঁপে হিয়া প্রণেরই  প্রিয় দরদিয়া
বাজাবো প্রেমের মুরলী যুগল নিশি জাগিয়া।২য়
রচনাকাল : ২৪ /০৮/২০২২