প্রিয়তি তোমায় বলছি ০১
জামাল উদ্দিন জীবন


বিমুগ্ধ নয়নে আমি আজও চেয়ে থাকি ভুবনে
তোমার অপরূপ সৌন্দর্য ভরা সে বদন পানে
তোমার হরিণ কালো দুটি আঁখির গভীরতার যে
কি?এমন মায়ার বাঁধন আর জাদু ভরা আছে।


দুর্নিবার কোন আকর্ষণে বার বার কাছে টানে
বলতে কুণ্ঠিত কথা আজ তোমার তরে ভাষায়
শুধু শ্রোতা হয়ে শুনি তোমার মুখের সকল বাণী
অস্তিত্বে মিশে আছ হৃদয়ে অনুভবে ভিতরে বাহিরে।


ভুল তেও পারি না ছাড় তেও পরি না কি করি বলো?
সঙ্গে নিবে বলে কথা দিলে তাইতো নিলে না আমায়
ফুল ফুটে চাঁদ উঠে তারা ঝিল মিল করে আকাশ পানে
আমার হিয়ার মাঝে হারানোর বেদনা গুলো আজও।


অবিরাম ঝর্ণা ধারায় বিবর্ণ হয়ে আজ ঝরে পড়ে গায়ে
বুকের মাঝে কষ্টগুলো যন্ত্রনা গুলো বৃষ্টি হয়ে গুড়ে বেড়ায়
সাদা আকাশটাও আমার বেদনায় নীল বর্ণ ধারণ করেছে
দিবা নিশি রক্ত ক্ষরণ হয় নয়নে জলের মত প্রবাহিত হয়।


একরাশ শূন্যতা আমায় ঘিরে থাকে এখন জগতের নিয়মে
প্রিয়তি তুমি কি? শুনছ আমার অব্যক্ত ভালোবাসার কথা
ভালো লাগার কথাগুলো প্রেমেরই লিপি কায় যা লিখা ছিলো মনে
তোমায় বলছি নীরবে নিভৃতে অনেকটা যত্ন করে ভুবনে মাঝে।