প্রশ্ন নয় জানতে ইচ্ছে হয় ০২
জামাল উদ্দিন জীবন


প্রতিজ্ঞা বদ্ধ আজ নিজের কাছে ও পথে আর নয়
অনেক ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এখন আর পারছি না
স্বস্তি আর শান্তি চাই ভুলের জন্য অনেক বেশি অনুতপ্ত
কভু যেন ভুল পথে না হয় বিচরণ কোন খনে সর্বনাশী।


সুখে থাকা হবে না তবে ভাল থাকবো এই টুক জানি
দুঃখকে জানিয়ে বিদায় নতুন সূর্যোদয়ের পথে যাত্রা
তোমার অপেক্ষায় আর নয় পিছনে পড়ে থাকা প্রিয়া
আমার নতুন ঠিকানা গড়ে নেবার সময় যে বয়ে যায়।


ভেসে এসেছি স্রোতের টানে তোমার জীবনে দিতে আশ্রয়
সকল হইল মিথ্যে স্বপ্ন দেখা রঙ্গিন করে সাজাতে জীবন
তোমার সুখের তরে মুক্ত করে দিয়ে তারে ছিঁড়ে বাঁধন
আলিঙ্গন করিয়া নিয়েছি অমৃত শুধা আর হারাবার নয়।


আমার দুচোখ জুড়িয়া নিদ্রা রাণী করছে বসে আসন
এখনও কেন আছো দাড়িয়ে মাল্য হাতে নিয়ে তুমি?
কিসের জন্য কার অপেক্ষায় তোমার প্রহর গুনা শুনি?
জানিয়ে দিতে মোরে বিদায় বেলার করে স্মৃতি চারন।