প্রয়োজন ০২
জামাল উদ্দিন জীবন


শুধু প্রেমেরই পাগলামি তোমার তরে অনুভব করণী
শিহরিত অনুভূতি গহীন হৃদয়ের মাঝে প্রবাহ মান
তোমার অন্তর অববাহিকায় আমি প্রেমের পূজারী
তুমি শাস্তি দিলে স্বেচ্ছায় মনে প্রাণে করবো বরন।


ভাঙবো গড়বো বারে বারে তোমায় মনের মতন
তুমি অমাবস্যার অন্ধকার হয়ে আঁধারে ডোবালে
বিষাক্ত নীল বিষে আক্রান্ত বিশ্বাসের দীপ শিখা
হৃদয় ভাঙ্গার জন্য এটাই ছিলো শ্রেষ্ঠ আয়োজন।


আমার অন্ধকার জীবনে পূর্ণিমার চাঁদ হয়ে এলে
ভেবেছি নতুন আলয় আলোকিত হবে শূন্য ভুবন
স্বার্থের মিথ্যে মায়ার ভালোবাসায় ছিলে একাকী
দেখতে বিবর্ণ গন্ধহীন শুকনো ঝরা পাতার মতন।


আমার ভালোবাসা ভুলতে অভিনয় ছিল প্রয়োজন
শত রঙে রঙিন তোমার পৃথিবী প্রিয় করে বিচরণ
নতুন  চিন্তা ভাবনা করার এখন হয় না প্রয়োজন
বিশ্বাস ভঙ্গের পৃথিবীতে ভুল ভালোবাসা এমনি হয়।


আমায় পর করতে জগৎ মাঝে ছিলো কতো আয়োজন
আত্মভোলা পুতুল খেলা দুঃখ পোষা হৃদয়ে দিচ্ছে দোলা
অশান্ত হৃদয়ে উঠেছে ঝর বিষম দরিয়ায় সকল একাকার
অপেক্ষা রত মৃত্যু সুধা করবো পান সময় ওপারে যাবার।