প্রিয়তমা ০২
জামা উদ্দিন জীবন


কত দিন গত হলো কত সময় হয়েছে পার
তুমি নেই আগের মত পাশে আজ আমার
স্বপ্নে বিভোর আঁখি পথ পানে চেয়ে থাকি
এই বুঝি এলে পুষ্প কলি হাতে বৈকালে।


সবার অলক্ষ্যে চুপি চুপি ওগো কৃষ্ণচূড়ার বনে
কত কথা হৃদয় মাঝে অনাবিল সুখ খেলা করে
পুলকিত হয় অন্তর মনের হরষে ওগো ছুটে আসি
বড় অভিমানে লেবু বাগানের ছায়ে রয়েছো বসি।


হয়েছে দেরি আসিতে সম্মুখে আধারে ঢাকা বদন
দেখি নয়নের জ্বল ঝর্ণা ধারা হয়ে ঝাড়ছে অবিরাম
কঠিন তুমি পাথর হিয়া নেই দয়া মায়া তার অন্তরে
ভালো বাসিলে আমায় কষ্ট দেয় বলো দেহি কি করে।


আনিতে গিয়ে গোলাপ কলি পাশের বাড়ি হতে দেখি
দাঁড়িয়ে আছে হেথা কত জন না নিয়ে আসি কেমনে
ফুরসত পাইনি একটু খানি বসে একাকী নির্জন বনে
কুড়িয়ে পুষ্প তোমার হস্তে দেরি হয়েছে ভুল বুঝ নায়।