শেষ বিদায়
জামাল ‍উদ্দিন জীবন


অনেকটা বিরক্ত হয়তো করেছি তোমাকে
কেন? কি কারন ছিল সেটা তোমার জানা
সে প্রসঙ্গে নয় আর নাই কিছুই বললাম
সুখে আছ সুখে থেকো তুমি  ধরনী ময়।


আমার চলার পথতো শেষ সীমানায় ছিল
একটু আগে না হয় থেমে গেলাম ক্ষতি কি?
আমাকে আজ আর কেউ ফিরাতে পারবে না
ভুবনে তোমার সাথে আর দেখা হবে না।


অন্য কেউ হউক তোমার জীবন চলার সাথী
নিদারুন অভিনয়টা করলে প্রেমের খেলায়
আমি শুধু আমি থাকবো না তোমার সাথেে
এবার না হয় জানিয়ে দিলে শেষ বিদায়।